কুরআনিক কার্যক্রম বিভাগ: সিয়েরা লিয়নে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানী কালচারাল কাউন্সিলার, আল্লামা মজলিসির (রাহ.) সম্মানার্থে ইংরেজি ও আরবি ভাষায় লিখিত ২৫০ খণ্ড ধর্মীয় গ্রন্থ সেদেশের বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র এবং বিশেষ ব্যক্তি মণ্ডলীর মধ্যে বিতরণ করেছেন।
আফ্রিকান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বিশ্ব মসজিদ দিবস এবং ধর্মীয় পণ্ডিত আল্লামা মোহাম্মাদ বাকের মজলিসির (রাহ.) সম্মাননায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের কালচারাল কাউন্সিলার বিভিন্ন মসজিদ এবং সিয়েরা লিয়ন বিভিন্ন শহরের ধর্মীয় ব্যক্তিত্ব মণ্ডলীর মধ্যে এই ধর্মীয় গ্রন্থ সমূহ বিতরণ করেছেন।
উক্ত গ্রন্থগুলোর মধ্যে ফিকাহ, হাদিস, ইতিহাস, দর্শন, সামাজিক, রাজনৈতিক গ্রন্থ ছাড়াও পবিত্র কুরআন শরীফ, নাহজুল বালাগা, সাহিফাহে সাজ্জাদিয়া এবং কুরআন ও ইসলাম ধর্মের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সফটওয়্যার বিদ্যমান রয়েছে।
1276499