ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত বইটি মোহাম্মাদ আলী রামিন জার্মানি ভাষায় অনুবাদ করেছে এবং ১৬৮ পৃষ্ঠা বিশিষ্ট ‘রমযান মাসের দোয়া সমূহ’ গ্রন্থটি জার্মানের হাদীটেক পাবলিকেশন্স কর্তৃক প্রকাশিত হয়েছে।
দোয়ার বইটিতে দোয়া-ই-আবু হামজা, দোয়া-ই-এফতেতাহ সহকারে পবিত্র রমযান মাসের অন্যান্য দোয়া সমূহ উল্লেখ করা হয়েছে।
‘রমযান মাসের দোয়া সমূহ’ গ্রন্থটি পবিত্র রমযান মাসের গুরুত্বের আলোকে রচিত হয়েছে এবং উক্ত গ্রন্থটির ভূমিকাতে উল্লেখ করা হয়েছে, পবিত্র রমযান মাস মহান আল্লাহর মাস ও বছরের সবচেয়ে পবিত্র মাস। এই মাসে মাহান আল্লাহ আসমান ও জান্নাতের দরজা উন্মুক্ত এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেন। এই মাসের শাবে কদরের আমল সমূহ হাজার রাতের আমল সমূহের তুলনায় অধিক শ্রেয়।
1277104