ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মুসলমানদের বিপুল আবেদনের কারণে বিমানবন্দরের কর্তৃপক্ষ ‘ভিনকুই’ নামাজখানা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছেন।
এছাড়াও রাশিয়ার দামাদদাদুই বিমানবন্দরের নামাজখানা দীর্ঘ দিন বন্ধ থাকার পর ২৬শে আগস্ট পুনরায় চালু করা হয়েছে। এখন থেকে মুসলমানেরা পুনরায় এই নামাজখানায় ধর্মীয় আমল সমূহ আদায় করতে পারবে।
উল্লেখ্য যে, বর্তমানে মস্কোর তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে দুটি বিমানবন্দরে মুসলমানদের নামাজ পড়ার জন্য নামাজখানায় সুসজ্জিত করা হয়েছে।
1278937