IQNA

আর্মেনিয়ায় ইমাম জাফর সাদিক (আ.) এর পবিত্র শাহাদত বার্ষিকী উদযাপন

17:15 - September 01, 2013
সংবাদ: 2583472
সামাজিক বিভাগ: আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে ইরানী কালচারাল কাউন্সিলারের পক্ষ থেকে ১ম সেপ্টেম্বরে ইমাম জাফর সাদিক (আ.) এর পবিত্র শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইমাম জাফর সাদিক (আ.) এর পবিত্র শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান আহলে বায়েত ভক্তদের উপস্থিতিতে ইয়েরেভানের কাবুদ মসজিদে অনুষ্ঠিত হবে।
উক্ত শোকানুষ্ঠান মাগরিব ও এশার নামাজের পর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে। এছাড়াও ষষ্ঠ ইমাম জাফর সাদিক (আ.) এর জীবনীর আলোকে বক্তৃতা ও মর্সিয়া পরিবেশন করা হবে।
1281022
captcha