IQNA

ভারতে গ্রন্থ প্রদর্শনী অনুষ্ঠিত

18:14 - September 22, 2013
সংবাদ: 2593379
সাংস্কৃতিক বিভাগ: ভারতে বেঙ্গলরে জাতীয় সংস্থা ‘দ্যুতি হিন্দি’র পক্ষ থেকে ২০শে সেপ্টেম্বরে জাতীয় গ্রন্থ প্রদর্শনী শুরু হয়েছে।
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইসলামী শিক্ষার ব্যাপারে এদেশের যুবক এবং নব যুবকদের সচেতন করার উদ্দেশ্যে উক্ত গ্রন্থ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে এবং একাধারে বুধবার তথা ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আগত ৫০টি প্রকাশকরা এই প্রদর্শনীতে নিজেদের প্রকাশিত গ্রন্থ সমূহ উপাস্থাপন করেছে।
1291155
captcha