IQNA

মালয়েশিয়ায় ইসলামী পর্যটনের আলোকে বিশেষ প্রদর্শনী

14:16 - October 11, 2013
সংবাদ: 2602211
আন্তর্জাতিক বিভাগ: মালয়েশিয়ার শাহ্‌ আলম শহরে ১৫ থেকে ১৭ই নভেম্বর পর্যন্ত ইসলামী পর্যটনের আলোকে অষ্টম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
‘Bernama’ সংবাদ সংস্থার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত প্রদর্শনী, মালয়েশিয়ার ভ্রমণ এবং পর্যটন এজেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে ওমরাহ হজ্বের প্যাকেজ বিক্রয়ের উদ্দেশ্যে অনুষ্ঠিত হবে।
মালয়েশিয়ার ভ্রমণ এবং পর্যটন এজেন্ট এসোসিয়েশনের কর্তৃপক্ষ আশা করছে, এই প্রদর্শনীতে ২০ হাজারের অধিক দর্শক প্রদর্শন করবে এবং শীতের শেষে ওমরাহ হজ্বে অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন করবে।
মালয়েশিয়ায় ইসলামী পর্যটনের আলোকে অষ্টম প্রদর্শনীর প্রধান ফোকাস ওমরাহ হজ্বের প্যাকেজ এবং ৩০টির অধিক এজেন্ট হাজ্বীদের স্বার্থে এই প্যাকেজ অফার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এই প্রদর্শনীতে ওমরাহ হজ্বের প্যাকেজ অফার ছাড়াও অন্যান্য ইসলামী দেশে ভ্রমণের জন্য বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে।
1300965
captcha