IQNA

বাল্টিমোরে যুক্তরাষ্ট্রের মুসলমানদের মহাসম্মেলন

22:25 - April 16, 2017
সংবাদ: 2602911
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মুসলমানদের বাৎসরিক মহাসম্মেলন, সারা দেশ থেকে আগত ২০ হাজার মুসলমানের অংশগ্রহণের মধ্য দিয়ে মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহরে অনুষ্ঠিত হয়েছে।

The Baltimore Sun ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: "প্রকৃত সফলতা অর্জনের লক্ষ্যে প্রচেষ্টা: হযরত মুসা (আ.), হযরত ঈসা (আ.) ও হযরত মুহাম্মাদ (স.) এর ঐশী বাণী” শীর্ষক শিরোনামে অনুষ্ঠিত হয়েছে।

ICNA এর উদ্যোগে আয়োজিত এ মহাসম্মেলনে প্রায় ১৫০ জনেরও অধিক ব্যক্তিত্ব বক্তব্য রাখেন।

৩ দিন ব্যাপী আয়োজিত এ সম্মেলন আজ (রোববার, ১৬ এপ্রিল) বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।

কুরআন প্রতিযোগিতাসহ এ মহাসম্মেলনে শিশুদের জন্য ছিল বিশেষ আয়োজন।

চলতি বছরও বিভিন্ন আন্তঃধর্ম গ্রুপের সহযোগিতা এবং বাল্টিমোর মুসলিম সোসাইটির উদ্যোগে ত্রাণ সামগ্রী সম্বলিত ৭৫০টি প্যাকেট এবং ১০০০ জনের মাঝে গরম খাদ্য বিতরণ করা হয়েছে।

‘ইসলামভীতির মোকাবেলা’, ‘ট্রাম্প শাসনামলে নিজেদের অধিকার রক্ষা’ ইত্যাদি বিষয়েও বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়েছে। সভাগুলোতে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ থেকে উৎসারিত বিভিন্ন অপরাধকর্ম এবং মুসলমানদেরকে যুক্তরাষ্ট্রের প্রবেশের উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয় পর্যালোচিত হয়েছে।#3590000


captcha