IQNA

প্রতিদিন ৩ হাজার মুসল্লির ইফতারের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন

13:07 - June 18, 2017
সংবাদ: 2603279
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। আসরের নামাজ শেষ হতেই ব্যস্ত স্বেচ্ছাসেবীরা। শুরু হয়ে যায় ইফতারের প্রস্তুতি।
প্রতিদিন ৩ হাজার মুসল্লির ইফতারের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন

বার্তা সংস্থা ইকনা: একদিকে সাজানো হচ্ছে ইফতার, অন্যদিকে অস্থায়ী মঞ্চে চলছে কুরআন তিলাওয়াত, হামদ-নাত পাঠ। রোজাদাররা দস্তরখানাগুলোর চারপাশ ঘিরে ৬-৮ জনের দলে বসে অপেক্ষা করছেন ইফতারের, শুনছেন তিলাওয়াতও।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মিজানুর রহমান মিরপুর থেকে প্রতিবছর রোজায় এখানে আসেন ইফতারে অংশ নিতে। সকলে মিলে ইফতার করতে বেশ উপভোগ করেন তিনি।

মিজানুর রহমানের পাশেই বসেছিলেন মালিবাগের আব্দুল করিম। ৪ বছর ধরে তিনি ইফতার করেন এখানে। করিম-মিজানের মত ধনী-গরিব, ছিন্নমূল, প্রতিবন্ধী প্রতিদিন হাজার হাজার মুসল্লি এক কাতারে বসে ইফতার করেন। এমন আয়োজন অব্যাহত রাখার অনুরোধ অনেকের।

হাজারো রোজাদার মিলে দোয়া করলে কবুল হবে এমন আশায় দেশ ও জাতির সমৃদ্ধির জন্য প্রার্থনাও করা হয়। এমন আয়োজন আরও বড় পরিসরে করার আশা করছেন আয়োজকেরা।


captcha