IQNA

শরণার্থীদের অগ্রহণযোগ্য পরিবেশে রেখেছে অস্ট্রেলিয়া: জাতিসংঘ

15:28 - July 24, 2017
সংবাদ: 2603493
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার দেশটিতে আশ্রয় প্রার্থীদের বিরুদ্ধে নেয়া কঠোর পদক্ষেপ শিথিল করার চুক্তি থেকে সরে এসেছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। হাজার হাজার শরণার্থীদের অগ্রহণযোগ্য পরিবেশে রেখে এ চুক্তি থেকে সরে আসা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন বা ইউএনএইচসিআরের ওয়েবসাইটে এ বিবৃতি প্রকাশিত হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, চার বছরের বেশি হতে চলেছে তারপরও দুই হাজারের বেশি মানুষ এখনো অগ্রহণযোগ্য পরিবেশে রয়েছে। পরিবার বিচ্ছিন্ন হয়েছে পড়েছে এবং অনেকেই মানসিক ও দৈহিক ক্ষতির মুখে পড়েছেন।

শরণার্থীদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া। সাগর থেকেই তাদের আটক করে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ক্ষুদ্র দ্বীপ নাউরু এবং পাপুয়া নিউগিনি’র মানুস আইল্যান্ডে পাঠিয়ে দেয়া হয়। তারা কখনোই অস্ট্রেলিয়ার ঢুকতে পারবে না বলে জানিয়ে দেয়া হয়।

ইউএনএইচসিআরের হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি বলেন, উপকূলীয়  আটক সেন্টার থেকে অনেক অসুস্থ শরণার্থীকে সরিয়ে নেয়ার চুক্তি থেকে ক্যানবারা সরে এসেছে। এদিকে ক্যানবারা এ ধরণের কোনো চুক্তির অস্তিত্ব নেই বলেই দাবি করেছে। পার্সটুডে
captcha