IQNA

এই বছরে সর্বোচ্চ বয়স্ক হাজি হচ্ছেন ইন্দোনেশিয়ার 'বায়িক মারিয়া' (ছবি)

22:57 - August 28, 2017
সংবাদ: 2603705
আন্তর্জাতিক ডেস্ক: হজ্জেরে উদ্দেশ্য ইন্দোনেশিয়ার ১০৪ বছরের বৃদ্ধা 'বায়িক মারিয়া' জেদ্দায় প্রবেশ করছেন।

বার্তা সংস্থা ইকনা: হাজিদের মধ্যে সর্বাধিক বয়সের অধিকারী মারিয়া হজের জন্য প্রথমবারের মতো ২৬শে আগস্ট সৌদি আরবে প্রবেশ করেছেন।

মারিয়াকে সৌদি আরবে স্বাগত জানাতে জেদ্দা এয়ারপোর্টে ইন্দোনেশিয়ার কনস্যুলেট জেনারেল এবং সৌদি সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সৌদি আরবে প্রবেশের পর মারিয়া সাংবাদিকদের উদ্দেশ্য বলেন: আজ আমার মনের আশা পূর্ণ হয়েছে।

তিনি আরও বলেন: পবিত্র কাবাঘর দেখার অপেক্ষায় তিনি সকল ক্লান্তি ভুলে গিয়েছেন।

iqna


captcha