IQNA

বালুখালি ক্যাম্পের পাশে রোহিঙ্গাদের হামলায় ৪ বাংলাদেশি আহত

16:07 - October 28, 2017
সংবাদ: 2604184
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ২ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের পাশে রোহিঙ্গাদের হামলায় চারজন বাংলাদেশি আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মোশতাক হোসেন (৪২), শহীদ হোসেন (২৪), জসীম উদ্দিন (২৫) ও শাহেদ আলী (বয়স জানা যায়নি)। তাদের বাড়ি যশোরে। উখিয়ায় তারা মিস্ত্রির কাজ করেন বলে পুলিশ জানিয়েছে।

আটক দুজন রোহিঙ্গা হলেন, ইলিয়াস (২৫) ও নূর বসর (২৬)। আটক দুজন রোহিঙ্গার কাছ থেকে একনলা বন্দুক, এলজি, চারটি কার্তুজ ও দুটি কার্তুজের খোলা খোসা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের ভাষ্য, বালুখালী ২ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের পাশে শুক্রবার মধ্যরাতে শ্রমিকরা টিউবওয়েল সারানোর কাজ করছিলেন। এ সময় ‘ডাকাত ডাকাত’ বলে পাশের ক্যাম্প থেকে কয়েকজন রোহিঙ্গা তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা সাংবাদিকদের জানান, কোথা থেকে রোহিঙ্গাদের কাছে অস্ত্র আসল তারা খতিয়ে দেখছেন। আটক রোহিঙ্গারা দুজনেই শিবিরে নতুন এসেছেন বলে তিনি জানান।

অপরদিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েরের ভাষ্য, এ ঘটনায় রোহিঙ্গাদের বিরুদ্ধে অস্ত্র ও হামলার অভিযোগে মামলা করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।  আরটিএনএন
captcha