IQNA

মানুষের আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার মূল কারণ

18:06 - December 01, 2017
সংবাদ: 2604451
আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.) বলেছেন, মানুষ কামনা বাসনা এবং দুনিয়ার প্রতি মহব্বতের কারণে আল্লাহ থেকে দূরে সরে যায়।
মানুষের আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার মূল কারণ
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মাওলা আলী(আ.) বলেছেন, «الْمَالُ مَادَّهُ الشَّهَوَاتِ؛ ধনসম্পদ হচ্ছে সকল কামনা বাসনার উৎস।

ধনসম্পদ মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। মানুষকে ধনসম্পদ পাহারা দিতে হয়। ধনসম্পদের অনেক খারাপ প্রভাব রয়েছে। তা আধ্যাত্মিকতাকে ধ্বংস করে আর লোভ লালসাকে বৃদ্ধি করে। যারা অর্থবিত্তশালী তারা আল্লাহ এবং আহলে বাইতের দরবার থেকে দূরে সরে যায়। যাদের অধিক টাকা পয়সা হয় তারা বেশী দুনিয়ার পিছনে এবং দুনিয়ার মোহে ছুটতে থাকে, তারা অংহকারী ও দাম্ভিক হয়। মোটকথা ধনসম্পদ মানুষকে ধ্বংস করে দেয়।

এছাড়া হাদিসে বলা হয়েছে দুনিয়ার প্রতি ভালবাসা সকল গোনাহের উৎস। আর যারেদ বেশী টাকা পয়সা রয়েছে তারা দুনিয়ার প্রতি বেশী ভালবাসা রাখে। শাবিস্তান
captcha