IQNA

তুরস্কে শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা

1:05 - April 14, 2018
সংবাদ: 2605510
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের কারাবুক শহরে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের উপস্থিতিতে আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।


বার্তা সংস্থা ইকনা: আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতা প্রথম পর্বের অনুষ্ঠান ১১ই এপ্রিলে কারাবুক শহরে শুরু হয়েছে।
উক্ত আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতায় তুরস্কের প্রতিনিধি ছাড়াও ইরাক, জর্ডান, সোমালিয়া, লেবানন, মরক্কো, ইয়েমেন, ফিলিস্তিন, সৌদি আরব, মিশর, সিরিয়া, চাদ ও জিবুতি"র প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করেছেন। এসকল দেশে থেকে মোট ১১২ জন প্রতিনিধি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ের পর্ব ১৫ই এপ্রিলে শেষ হবে এবং চূড়ান্ত পর্যায়ের পর্ব ১৭ই এপ্রিল থেকে শুরু হবে।
iqna

captcha