IQNA

মিশরে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার পুরস্কার ১০ লাখ পাউন্ড

23:55 - September 25, 2018
1
সংবাদ: 2606805
আন্তর্জাতিক ডেস্ক: শীঘ্রই মিশরে ২৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের জন্য মিশরের আওকাফ মন্ত্রণালয়ের ১০ লাখ মিশরীয় পাউন্ড নির্ধারণ করেছে।

আহাদ তামিমিকে ইরানে আসতে দেয়নি ইসরাইল; শ্রদ্ধা জানাল বিশ্ব কার্যক্রম
বার্তা সংস্থা ইকনা: মিশরের আওকাফ মন্ত্রণালয় জাতীয় পর্যায়ে, প্রতিবন্ধীদের জন্য এবং আন্তর্জাতিক পর্যায়ে কুরআন প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। এই মন্ত্রণালয় আন্তর্জাতিক পর্যায়ে কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের জন্য ১০ লাখ মিশরীয় পাউন্ড এবং জাতীয় ও প্রতিবন্ধীদের জন্য কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের জন্য ২ লাখ মিশরীয় পাউন্ড নির্ধারণ করেছে।
জাতীয় পর্যায়ে কুরআন প্রতিযোগিতা মোট চারটি বিভাগে অনুষ্ঠিত হবে। বিভাগগুলো যথাক্রমে: তাজবিদ সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ, তাজবিদ সহকারে সাড়ে ২২ পারা পর্যন্ত হেফজ, তাজবিদ সহকারে ১৫ পারা পর্যন্ত হেফজ এবং তাজবিদ সহকারে সাড়ে ৭ পারা পর্যন্ত হেফজ।
জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার প্রতিযোগীদের বয়স ২৫ বছরের নীচে হতে হবে। এছাড়াও মসজিদের পেশ ইমাম, খতিব অথবা তাজবিদের শিক্ষকগণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। প্রত্যেক প্রতিযোগী জন্ম সনদপত্র অথবা জাতীয় পরিচয় পত্র নিয়ে নিজ প্রদেশে অংশগ্রহণ করবে পারবে।
মিশরের এনডাউমেন্টস অ্যান্ড ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ২০১৯ সালের এপ্রিল মাসের অনুষ্ঠিত হবে।
iqna

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
fidsqolx
0
0
20
captcha