IQNA

কেনিয়ায় মুসলমানদের জন্য খুলে দেওয়া হল বন্ধ মসজিদগুলো

23:40 - November 28, 2014
সংবাদ: 2612592
আন্তর্জাতিক বিভাগ: কয়েক সপ্তাহ পূর্বে কেনিয়ার মোম্বাস শহরের চারটি মসজিদ বন্ধ করে দিয়েছিল সেদেশের নিরাপত্তা বাহিনী। তবে সেদেশের সরকারের নতুন সিদ্ধান্তের ফলে ২৭শে নভেম্বর মুসলমানদের জন্য মসজিদগুলো খুলে দেওয়া হয়েছে।

‘Kenya FM’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মোম্বাস শহরের গভর্নর হোসেন জুহু ঘোষণা দিয়েছেন: মুসলিম নেতাদের সাথে নিরাপত্তা সংস্থার সাক্ষাৎকারে মাধ্যমে এ সিদ্ধান্তে পৌঁছিয়েছে যে, মসজিদগুলোর সকল দায়িত্ব ধর্মীয় নেতাদের হাতে হস্তান্তর করে সেগুলো মুসলমানদের জন্য খুলে দেওয়া হবে।
কয়েক সপ্তাহ পূর্বে শতাধিক সামরিক বাহিনী মোম্বাস শহরের মুসা, সাকিনা, সাফা এবং মিনা মসজিদে হামলা চালিয়ে অনেক যুবকদের গ্রেফতার করেছে এবং এ মসজিদগুলোর সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
এছাড়াও তারা যুবকদের বিরুদ্ধে জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ দায়ের করেছে।
এর প্রতিবাদে সেদেশের জনগণ ব্যাপক বিক্ষোভ করে। তারা দাবী করেছে সেদেশের পুলিশ এবং নিরাপত্তা বাহিনী সন্ত্রাস বিরোধী অভিযানের অজুহাতে মুসলমানদের টার্গেট করেছে।
কেনিয়ার সন্ত্রাসী নিধন পুলিশ বাহিনী আমেরিকা ও ইংল্যান্ডের সমর্থনে পরিচালিত হয়। আর এজন্য তারা মুসলমানদের লক্ষ্যবস্তু করে নির্দোষ মুসলমানদের নির্বিচারে গ্রেফতার করছে।
2612449

captcha