বার্তা সংস্থা ইকনা: শীতকালীন ছুটি উপলক্ষে পাকিস্তানের কোয়েটা শহরের সকল বয়সের অধিবাসীদের জন্য উক্ত কুরআন প্রশিক্ষণ কোর্স শুরু হবে। প্রশিক্ষণ কোর্সের মধ্যে শুদ্ধ ভাবে কুরআন পড়া, তাজবিদ, তেলাওয়াত এবং হেফজের ক্লাস নেওয়া হবে।
উক্ত কোর্সে যে কোন বয়সের নারী ও পুরুষরা অংশগ্রহণ করতে পারবে। প্রশিক্ষণ কোর্স সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অনুষ্ঠিত হবে।
কোয়েটা শহরের দারুল কুরআনের কর্তৃপক্ষ জানিয়েছেন: শীতকালীন ছুটিতে পবিত্র কুরআন শেখা এবং কুরআনে সংস্কৃতি বিস্তার করাই এই প্রশিক্ষণ কোর্সের মূল উদ্দেশ্য।
কোয়েটা শহরের দারুল কুরআনের অতি শীঘ্রই আহকাম, আকাইদ এবং আখলাকের ক্লাসও নেওয়া হবে।
2704008