IQNA

ভারতে মুসলিম ছাত্রদের পূজা করতে বাধ্য করল হিন্দুরা

12:55 - January 27, 2015
সংবাদ: 2770116
আন্তর্জাতিক বিভাগ: ভারতের গুজরাট প্রদেশের সবচেয়ে বড় শহর আহমেদাবাদের একটি স্কুলে হিন্দুদের পূজার অনুষ্ঠানে মুসলিম ছাত্রদের পূজা করতে বাধ্য করেছে।

বার্তা সংস্থা ইকনা: আহমেদাবাদের মুসলমানেরা হিন্দুদের এ কর্মের প্রতিবাদ করে বলেছে: চরমপন্থি হিন্দুরা মুসলিম ছাত্রদের একাজ করতে বাধ্য করেছে।
পূর্বে ভারতের মধ্য প্রদেশে মুসলমানদের সূর্য পূজা করতে বাধ্য করেছিল।
অথচ ভারতের আইন অনুযায়ী, সকল ধর্মের অনুসারীরা স্বাধীন ভাবে নিজেদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করার অনুমোদন রয়েছে।     
ভারতের আহমেদাবাদে ৪০০ অধিক প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং এসকল স্কুলে ১৫ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।
ভারতে মোট ১৮ কোটি মুসলমান (১৩ শতাংশ) এবং ৩ শতাংশ খৃষ্টান এবং এদেশের অধিকাংশ অধিবাসী হিন্দু ধর্মের অনুসারী।
2766577

captcha