IQNA

ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বারের মত কুয়েতের বিচারকের উপস্থিত

11:08 - May 19, 2015
সংবাদ: 3305274
আন্তর্জাতিক বিভাগ: ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিচারক হিসেবে প্রথম বারের মত উপস্থিত হলেন কুয়েতি বিচারক।

বার্তা সংস্থা ইকনা: কুয়েতে অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলারের সহযোগিতায় ৩২তম কুরআন প্রতিযোগিতার জন্য কুয়েতি বিচারক হামিদ এশকানানী এবং হাফেজ বিভাগে মোহাম্মাদ আত্তিয়া আল-খালিদী’কে নির্বাচন করা হয়েছে।
কুরআন প্রতিযোগিতার বিচারক হিসেবে হামিদ এশকানানী কুয়েতের একজন সিনিয়র বিচারক হিসেবে পরিগণিত এবং ৩০ বছরের অধিক সময় ধরে তাজবিদ ও তেলাওয়াত কোর্স এবং কুরআন প্রতিযোগিতার বিচারক হিসেবে সক্রিয় রয়েছে।
এই প্রথম বারের মত তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিচারক কমিটির সদস্য হিসেবে কুয়েতি বিচারককে নির্বাচন করা হয়েছে।
এছাড়াও এ প্রতিযোগিতায় হেফজ বিভাগে কুয়েতের মোহাম্মাদ আত্তিয়া আল-খালিদী অংশগ্রহণ করেছেন। কুয়েতের বিশিষ্ট হাফেজ হিসেবে বিখ্যাত মোহাম্মাদ আত্তিয়া আল-খালিদী। ২০১৪ সালে কুয়েতে ‘আব্দুল আল মুহসেন আল খারাফী’ পুরস্কার শিরোনামে কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকারী হন মোহাম্মাদ আত্তিয়া আল-খালিদী।
কুয়েতের একাধিক কুরআনিক সমিতির প্রধান সৈয়দ হাসান আল মুসাভী বিশেষ অতিথি হিসেবে এ প্রতিযোগিতায় উপস্থিত রয়েছেন।
3305147

captcha