IQNA

শাবে বরাত উপলক্ষে ফিনল্যান্ডে বিশেষ আয়োজন

16:43 - June 02, 2015
সংবাদ: 3310699
আন্তর্জাতিক বিভাগ : ফিনল্যান্ড ইসলামিক সেন্টারে পক্ষ থেকে ৪র্থ জুনে শাবে বরfত এবং ইমাম মাহদী (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত ধর্মীয় অনুষ্ঠান "হেলসিঙ্কি" শহরে ফাতিমা যাহরা (সা. আ.) মসজিদে ৪র্থ জুন রাত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রখ্যাত বক্তা ও ধর্ম প্রচারক হাজী শেখ হুসাইন আনসারিয়ানের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
সকল আহলে বাইতে (আ.) ভক্তদের এ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। উক্ত ধর্মীয় অনুষ্ঠান "হেলসিঙ্কি" শহরে ফাতিমা যাহরা (সা. আ.) মসজিদে ৪র্থ জুন ১৯টায় শুরু হবে এবং একাধারে ২২টা পর্যন্ত অব্যাহত থাকবে।
3310446

captcha