IQNA

হজে এসেও চীনের মুসলমানেরা সরকারের চাপে মুখে

20:11 - September 17, 2015
সংবাদ: 3364508
আন্তর্জাতিক ডেস্ক: চীনের মুসলমানেরা হজে এসেও তাদের সরকার কর্তৃক নির্ধারিত আইন মেনে চলতে বাধ্য হচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: চীনের মুসলমানেরা সৌদি আরবে আল্লাহ’র ঘর জিয়ারত করতে এসেও নিজ দেশের সরকারের ইসলাম বিদ্বেষী নিতি থেকে মুক্ত নন।
চীনের এক হাজী জানিয়েছেন: হজে আসার পূর্বে চীনের হজ কাফেলা প্রধান সকল হাজিদের একত্রিত করে বেশ কয়েকটি বিষয়ে সাবধান করে দিয়েছেন। এরমধ্যে নিচে কয়েকটি বিষয় উল্লেখ করা হল:
১। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মক্কায় আগত সমজাতি ও মুসলমানদের সাথে পবিত্র কাবা ঘরের পাশে, রাস্তায়, বাজার ও হোটেল সহ অন্য যে কোন স্থানে কথা বলা নিষেধ।
২। চীনের মুসলিম অঞ্চল ‘জিনজিয়াং’এর রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি সম্পর্কে অন্য যে কোন মুসলমান, চীনের বাহিরের কোন ব্যক্তি এবং আন্তর্জাতিক সংস্থা সমূহের প্রতিনিধির সাথে আলোচনা করা যাবে না।
৩। মুসলমানদের রোজা ও এবাদতের ওপর জিনজিয়াং অঞ্চলে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা সম্পর্কে যেন কোন ব্যক্তির সাথেই আলোচনা করা না হয়।
3363075

captcha