IQNA

ড. আলী লারিজানি;

মিনা দুর্ঘটনার জন্য সৌদি আরব দায়ী

13:00 - September 28, 2015
সংবাদ: 3372772
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের স্পিকার ড. আলী লারিজানি বলেছেন: প্রতিবেদন দেখা যায় যে, মিনা দুর্ঘটনার জন্য সৌদি কর্তৃপক্ষ দায়ী এবং নিজেদের অবহেলা ও অব্যবস্থাপনার জন্য শতাধিক হাজি নিজেদের প্রাণ হারিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: ইরানের সংসদের উদ্বোধনী ভাষণে লারিজানি রবিবার (২৭শে সেপ্টেম্বর) বলেন: সৌদি কর্মকর্তাদের অবহেলা ও অব্যবস্থাপনার কারণে মিনায় এত বড় দুর্ঘটনা ঘটেছে। তিনি সুস্পষ্টভাবে বলেন, মিনা ট্রাজেডির পর ক্ষয়ক্ষতির মাত্রা কমাতেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে সৌদি সরকার।
ইরানি নিখোঁজ হাজিদেরকে চিহ্নিত করার কাজে ইরানের টিমগুলোকে সৌদি আরব সহযোগিতা না করায় দুঃখ প্রকাশ করেন স্পিকার লারিজানি। তিনি বলেন, “এ আচরণ কোনও আতিথেয়তা নয় বরং শত্রুতা। সৌদি সরকারের জানা উচিত- মুসলিম জাতিগুলো বিশেষ করে ইরানের জনগণ সৌদি আরবের এ আচরণ কখনো ভুলবে না।”
মিনা দুর্ঘটনার বিষয় নিয়ে আলোচনা করতে ইরানের জাতীয় সংসদ আজ এক রুদ্ধদ্বার অধিবেশনে বসে। এতে ইরানের সংস্কৃতি মন্ত্রী আলী জান্নাতি, স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রহমানি ফাজলি এবং আরব ও আফ্রিকা বিষয় উপ মন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান উপস্থিত ছিলেন।
এদিকে, সর্বশেষ খবর অনুযায়ী, ইরানের ১৫৫ জন হাজি নিহত, ১০৩ জন আহত ও ৩২১ জন নিখোঁজ রয়েছেন।
3372065
 

captcha