IQNA

গার্ডিয়ানের রিপোর্ট:

সৌদি বাদশাহর অপসারণের আহ্বানে রাজপুত্র

23:39 - September 29, 2015
সংবাদ: 3374485
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের একজন সিনিয়র প্রিন্স সেদেশের নেতৃত্বে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: নাম প্রকাশে অনিচ্ছুক সৌদি আরবের একজন সিনিয়র প্রিন্স তার দেশের নেতৃত্বে পরিবর্তন আনার জন্য নজিরবিহীন আহ্বান জানিয়েছেন।
তেলের দরের ক্রমবর্ধমান পতন ও মক্কায় গত সপ্তা'র হজ ট্র্যাজেডির প্রেক্ষাপটে তিনি এই ব্যতিক্রমধর্মী আহ্বান জানালেন।
ব্রিটেনের দৈনিক গার্ডিয়ান এই খবর দিয়ে জানিয়েছে, সৌদি আরবের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ ইবনে সৌদের নাতি এই পত্রিকাকে বলেছেন, 'সৌদি রাজ পরিবারের মধ্যে কোন্দল চলছে এবং জনগণও সরকারের ওপর- বিশেষ করে রাজা সালমানের নেতৃত্বের প্রতি সন্তুষ্ট নয়। পরিবর্তন না আনলে সৌদি আরবে বিপর্যয় দেখা দেবে বলে তারা আশঙ্কা করছেন।' সালমান গত জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণ করেছেন।
এ মাসের প্রথম দিকে জনগণের উদ্দেশে দু'টি খোলা চিঠিতে তিনি লিখেছিলেন, 'রাজা স্থিতিশীল অবস্থানে নেই এবং বাস্তবে রাজার ছেলে সালমানই রাজ্য চালাচ্ছেন। তাই আমার চার অথবা ৫ জন চাচা এইসব চিঠি নিয়ে শিগগিরই আলোচনায় বসবেন। তারা তাদের বহু ভাতিজাকে নিয়ে একটি পরিকল্পনা প্রণয়ন করছেন এবং তা দরজা খুলে দিবে। দ্বিতীয় প্রজন্মের অনেকেই খুবই উদ্বিগ্ন। গোত্রীয় নেতারাসহ সব শ্রেণীর জনগণও খুবই চাপ দিচ্ছে এ বিষয়ে।'
সৌদি রাজপুত্র গত কয়েক সপ্তার মধ্যে মিনার ঘটনাসহ  মক্কায় দু'টি ভয়াবহ বিপর্যয়ের কথা তুলে ধরে বলেছেন, এইসব ঘটনা কেবল সামাজিক বিষয়েই প্রশ্ন তুলছে না, একইসঙ্গে ইসলামের পবিত্রতম স্থানের ওপর রাজকীয় নিয়ন্ত্রণ বা অভিভাবকত্ব সম্পর্কেও প্রশ্ন সৃষ্টি করেছে।
3374290

captcha