বার্তা সংস্থা ইকনা: মসজিদে এ আত্মঘাতী হামলার পিছনে দুই নারী জড়িত ছিল। প্রথমে এক মহিলা নিজের কাছে রাখা বোমাটি বিস্ফোরণ করলে ঘটনাস্থলে তিন জন মুসল্লি নিহত হয়। এ ঘটনার কিছুক্ষণ পর অপর এক মহিলা তার কাছে রক্ষিত বোমা বিস্ফোরণ করতে চাইলে নিরাপত্তা বাহিনী তাকে গুলি করে হত্যা করে।
ধারণা করা হচ্ছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম এ হামলা চালিয়েছে।
চলিত বছরের গ্রীষ্মের পর থেকে সন্ত্রাসীরা নাইজেরিয়ার প্রতিবেশী দেশ ক্যামেরুনে ১৬ বার হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের এসকল হামলার ফলে অনেক সাধারণ মানুষ নিহত হয়েছে।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের মূল ঘাটি নাইজেরিয়ায়। তবে এ সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা নাইজেরিয়ার প্রতিবেশী দেশ ক্যামেরুন, চাদ ও নাইজারেও অনুপ্রবেশ করেছে।
বিগত ৬ বছরে বোকো হারামের হামলায় কমপক্ষে ১৭ হাজার সাধারণ মানুষ নিহত হয়েছে এবং প্রায় ২৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
3446481