বার্তা সংস্থা ইকনা: আজারবাইজানীয় সংসদ "ধর্ম ও বিবেকের স্বাধীনতা" আইন পরিবর্তন করতে উপাসনালয়ের বাইরে প্রকাশ্যে ধর্মীয় স্লোগান এবং পতাকা স্থাপন নিষিদ্ধ করে একটি বিল পাস করেছে। আইন অনুযায়ী, এই প্রক্রিয়ার সাপেক্ষে অবাধ্য লোকদের প্রতি কারাদণ্ড ও জরিমানা হবে।
যদি কেউ এ আইন অমান্য করে তাহলে তাকে এক থেকে পাঁচ হাজার মানাত (প্রায় পাঁচ হাজার ইউরো) জরিমানা করা হবে এবং এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হবে।
এই আইন পাশ হওয়ার পর আজারবাইজানের সকল রাস্তা ও গলি থেকে ইমাম হুসাইন (আ.)এর আজাদারির অন্তর্গত সকল পতাকা খুলে ফেলেছে এবং সে সকল দেওয়ালে ‘ইয়া হুসাইন’ শ্লোগান লেখা রয়েছে তা মুছে ফেলেছে।
প্রায় দশ দিন পূর্বে আজারবাইজানে ইমাম হুসাইন (আ.)এর শাহাদাতের চেহলুমের শোকানুষ্ঠানে সেদেশের সামরিক বাহিনীর হামলায় ৫ জন শহীদ এবং অনেকেই আহত হয়েছে। এছাড়াও শোকানুষ্ঠান থেকে অনেককেই গ্রেফতার করা হয়েছে।
আজারবাইজানের বিপ্লবী নেতা হুজ্জাতুল ইসলাম তালেয় বাকের জাদে বেশ কিছু দিন যাবত ওয়াহাবী, তাকফিরি এবং যায়নবাদীদের সমালোচনা করেন। তার এ সমালোচনার ফলে সেদেশে ব্যাপক প্রতিফলন সৃষ্টি হয়েছে।
3460353