
আজ রবিবার সকালে, ইহুদিদের আল-আরশ উত্সবের চতুর্থ দিনে, ইতামার বেঙ্গুইর, ইহুদি শাসকের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী, শাসকের পুলিশের কঠোর সুরক্ষায় এক হাজারেরও বেশি বসতি স্থাপনকারীকে নিয়ে উঠানে প্রবেশ করেন। মাগরাবেহ গেট থেকে আল-আকসা মসজিদ।
এদিকে আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইহুদিবাদী পুলিশ।
ইহুদিবাদী শাসকের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতমার বেন গাওয়ার আল-বারাক প্রাচীর এলাকায় প্রবেশ করেন এবং শত শত বসতি স্থাপনকারী ও রাব্বিদের সাথে তালমুদিক প্রার্থনা করেন।
ফিলিস্তিনিরা ক্রমাগত জনগণকে আল-কুদস এবং আল-আকসা মসজিদে যেতে এবং ইহুদিবাদী শাসক ও বসতি স্থাপনকারীরা যে বিভাজন ও ইহুদিকরণের পরিকল্পনা বাস্তবায়ন করছে তার বিরুদ্ধে দাঁড়াতে এই পবিত্র স্থানে তাদের উপস্থিতি বাড়াতে বলছে। 4243402#