IQNA

ইরানি গবেষণা জাহাজের বৈজ্ঞানিক অভিযান শুরু হচ্ছে / ফিলিস্তিনের ভবিষ্যতের বিষয়ে একা সিদ্ধান্ত নেবে না হামাস

8:43 - October 04, 2025
সংবাদ: 3478183
ইকনা-  ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় মহাসাগরবিদ্যা ও আবহাওয়াবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট ওমান সাগরে ইরানের অর্থনৈতিক অঞ্চলে একটি বিস্তৃত সমুদ্র গবেষণা অভিযান পরিচালনা করবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় মহাসাগরবিদ্যা ও আবহাওয়াবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট ওমান সাগরে ইরানের অর্থনৈতিক অঞ্চলে একটি বিস্তৃত সমুদ্র গবেষণা অভিযান পরিচালনা করবে।

ইরানের গবেষণা জাহাজ 'পার্সিয়ান গাল্ফ এক্সপ্লোরারে'র এই অভিযান চলতি শরতের শেষ দিকে শুরু হয়ে শীতকালের প্রথমার্ধে শেষ হবে।

পার্সটুডে জানিয়েছে, সব মিলিয়ে এই বৈজ্ঞানিক অভিযানটি প্রায় এক মাস ধরে চলবে এবং হরমুজ প্রণালী থেকে শুরু করে ইরান–পাকিস্তান সামুদ্রিক সীমান্ত পর্যন্ত ৯৫টি গবেষণা স্টেশনে নমুনা সংগ্রহ ও পর্যবেক্ষণ কাজ চালানো হবে। গবেষণায় অংশ নেওয়া বৈজ্ঞানিক ইউনিটগুলো শারীরিক, রাসায়নিক, জৈব ও সামুদ্রিক ভূতত্ত্ব সম্পর্কিত ব্যাপক গবেষণা চালাবে। এর মধ্যে রয়েছে:

সমুদ্রজল স্তম্ভের গঠন পরীক্ষা (২০০০ মিটার গভীরতা পর্যন্ত)

অক্সিজেন স্বল্পতা রয়েছে এমন অঞ্চলে জীববৈচিত্র্যের অবস্থা পর্যবেক্ষণ,

পুষ্টি চক্র ও প্রাথমিক উৎপাদন অধ্যয়ন,

কার্বোনেট রাসায়নিক ও সমুদ্রের অম্লীকরণ প্রক্রিয়া পর্যবেক্ষণ,

খনিজ, জৈব ও মাইক্রোপ্লাস্টিক দূষণ শনাক্তকরণ,

ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, তলদেশীয় প্রাণী ও অণুজীব সম্প্রদায়ের অবস্থা বিশ্লেষণ।

'পার্সিয়ান গাল্ফ এক্সপ্লোরার' জাহাজ এর আগেও পারস্য উপসাগর এবং ওমান সাগরে ৯টি সফল গবেষণা অভিযান সম্পন্ন করেছে। এবার দশমবারের মতো এই জাতীয় বৈজ্ঞানিক মিশনে রওনা হচ্ছে।

হাঙ্গেরি: ইউরোপ যুদ্ধের দিকে এগোচ্ছে

হাঙ্গেরির প্রধানমন্ত্রীর দপ্তরের আন্তর্জাতিক যোগাযোগ সচিব জোলতান কাভাচ শুক্রবার সামাজিক মাধ্যম 'এক্স'-এ লিখেছেন, "হাঙ্গেরির মতো আরও অনেক দেশ এটা অনুভব করছে যে, ইউরোপীয় ইউনিয়নকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং আগে হোক আর পরে হোক আমাদের তরুণদের কফিন দেশে ফিরে আসবে।

তিনি আরও বলেন, “যুদ্ধের হুমকি বাড়ছে। আমরা ইউক্রেনের ভাগ্যবরণ করতে চাই না। যদি ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করে, তবে আমাদের রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে হবে। আমরা ইউক্রেনের জন্য মরতে চাই না।

ট্রাম্প সরকারের শাটডাউন; হাজারো মার্কিন কর্মচারী বাধ্যতামূলক ছুটিতে

আমেরিকার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিউইট জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প সরকারের বাজেট বিল নিয়ে দলীয় মতভেদের কারণে শুরু হওয়া শাটডাউনের ফলে হাজারো ফেডারেল কর্মচারী বাধ্যতামূলক ছুটিতে যেতে বাধ্য হয়েছেন।

ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়াল

ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে বৈরী অবস্থান অব্যাহত রেখে মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরও এক বছরের জন্য নবায়ন করেছে। তাদের দাবি, রাশিয়া সাম্প্রতিক বছরগুলোতে সাইবার হামলা, ভুয়া তথ্য প্রচার, ধ্বংসাত্মক কার্যক্রম এবং ইউরোপীয় দেশগুলোর গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে মহাদেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে।

নেতানিয়াহুর সরাসরি নির্দেশে সুমুদ ফ্লোটিলায় হামলা চালানো হয়েছে

মার্কিন টিভি চ্যানেল সিবিএস জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার জন্য মানবিক সহায়তা বহনকারী সুমুদ নৌবহরের ওপর সামরিক হামলার অনুমতি দিয়েছিলেন। ইসরায়েলি নৌবাহিনী সুমুদ নৌবহরের ৪২টি জাহাজ আটক করেছে।

হামাস: ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে জাতীয়ভাবে

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় নেতা মুসা আবু মারজুক কাতারের আল-জাজিরা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রস্তাবের কিছু অংশকে অবাস্তব বলে প্রত্যাখ্যান করেছেন।

তিনি বলেছেন, “৭২ ঘণ্টার মধ্যে বন্দি ও মৃতদেহ হস্তান্তরের বিষয়টি বাস্তবসম্মত নয়। আবু মারজুক জোর দিয়ে বলেন, “ফিলিস্তিনি জাতির ভবিষ্যৎ নির্ধারণ একটি জাতীয় বিষয়, হামাস এককভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে না। হামাস একটি জাতীয় মুক্তি আন্দোলন, আর এই প্রস্তাবে ‘সন্ত্রাসবাদ’ এর যে সংজ্ঞা দেওয়া হয়েছে, তা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।#পার্সটুডে

captcha