ইকনার প্রতিবেদনে, যা আল-কুদস আল-আরাবি–এর সূত্রে প্রকাশিত, বলা হয়েছে—ট্রাম্প হামাসকে গ্রিনউইচ সময় রাত ১০টা (রোববার) পর্যন্ত সময় দিয়েছেন গাজার ভবিষ্যৎ নিয়ে তার পরিকল্পনায় ঐকমত্যে পৌঁছানোর জন্য।
ট্রাম্প আজ (শুক্রবার) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social–এ লিখেছেন:
“হামাসের সঙ্গে চুক্তি অবশ্যই রোববার ওয়াশিংটন ডিসি সময় বিকেল ৬টার মধ্যে সম্পন্ন হতে হবে। সব দেশই এতে সম্মত হয়েছে! যদি এই চূড়ান্ত চুক্তি না হয়, তাহলে হামাসের বিরুদ্ধে এমন এক নরক তৈরি হবে, যা পৃথিবী আগে কখনও দেখেনি।” 4308549#