
ইকনা নিউজের প্রতিবেদন অনুযায়ী, আল-মাসিরা টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে—
ইংলিশ পুলিশ ঘোষণা করেছে যে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে গ্রেপ্তারকৃতদের সংখ্যা বেড়ে ৪৯৩ জনে পৌঁছেছে। সরকার সম্প্রতি “আল-আমল মিন আজল ফিলাস্তিন” (অ্যাকশন ফর প্যালেস্টাইন) নামের সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল।
ফিলিস্তিনের পক্ষে “অ্যাকশন ফর প্যালেস্টাইন” আন্দোলনের বিক্ষোভ লন্ডনে শুরু হয় কয়েক ঘণ্টা আগে, যা ছিল গাজার নিরীহ জনগণের প্রতি সংহতি প্রকাশ ও দখলদার জায়নিস্ট বাহিনীর চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে ঘৃণা প্রদর্শনের উদ্দেশ্যে।
লন্ডন পুলিশ বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন চালায় এবং দখলদার ইসরাইলের পক্ষ সমর্থনে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
রাশিয়ার “রুসিয়া আল-ইয়াওম” চ্যানেলের প্রকাশিত ছবিতে দেখা গেছে—বিক্ষোভে অংশ নেওয়া বয়স্ক ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হয়েছে, যারা গাজার নিপীড়িত জনগণের প্রতি সংহতি প্রকাশ করছিলেন।
স্পেনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ অব্যাহত
অন্যদিকে, স্পেনের রাজধানী মাদ্রিদে হাজারো মানুষ ব্যাপক বিক্ষোভে অংশ নিয়ে ফিলিস্তিনি জাতির প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং গাজায় ইসরাইলি যুদ্ধ ও গণহত্যা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন।
বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা ও গাজার বেসামরিক হত্যাযজ্ঞের বিরুদ্ধে স্লোগানযুক্ত প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় নেমে আসেন। তারা ইউরোপীয় দেশগুলোর সরকারকে আহ্বান জানান, যেন তারা ইসরাইলি আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। 4308822#