IQNA

ইসরায়েলি দখলদার সরকারের নতুন পদক্ষেপ

আল-আকসার খতিব শেখ আকরামা সাবরির প্রবেশ ছয় মাসের জন্য নিষিদ্ধ

0:03 - October 08, 2025
সংবাদ: 3478211
ইকনা- দখলদার ইসরায়েলি সরকার আল-আকসা মসজিদের খতিব ও জেরুজালেমের উচ্চ ইসলামী পরিষদের প্রধান শেখ আকরামা সাবরির মসজিদে প্রবেশ ও নামাজ আদায়ের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা জারি করেছে।

ইকনার প্রতিবেদনে, তুরস্কের টিআরটি-এর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, জেরুজালেমের উচ্চ ইসলামী পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে যে ইসরায়েলি কর্তৃপক্ষ শেখ সাবরির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

 

বিবৃতিতে পরিষদটি জানায়, এই সিদ্ধান্ত “শেখ সাবরির বিরুদ্ধে অবৈধ পদক্ষেপের ধারাবাহিকতা” এবং এটি “আইনের গুরুতর ও অগ্রহণযোগ্য লঙ্ঘন”। তারা আরও বলেন, শেখ সাবরি “ফিলিস্তিনের ইসলামী কর্তৃপক্ষের প্রতিনিধি”।

 

পরিষদটি সতর্ক করে জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ধর্মীয় ও রাজনৈতিকভাবে বিপজ্জনক প্রভাব ফেলতে পারে। তারা আরব ও মুসলিম বিশ্বের দেশগুলোকে এই পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিতে আহ্বান জানিয়েছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা এই আইনভঙ্গকারী পদক্ষেপ বন্ধে ব্যবস্থা নেয় এবং আন্তর্জাতিক আইনের আওতায় ধর্মীয় ব্যক্তিত্বদের সুরক্ষা নিশ্চিত করে।

 

পরিষদটির মতে, ইসলামী আলেমদের ওপর এই ধরনের নিষেধাজ্ঞা ইসরায়েলি চরমপন্থী সরকারের পরিকল্পিত ধর্মীয় যুদ্ধ জ্বালানোর প্রচেষ্টার অংশ।

 

শেখ একরিমা সাবরি আনাদোলু সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “গত রবিবার ইসরায়েলি কর্তৃপক্ষ আমাকে তৃতীয়বারের মতো জানিয়েছে যে আমার আল-আকসায় প্রবেশ আগামী ছয় মাসের জন্য নিষিদ্ধ।”

 

অন্যদিকে, শেখ সাবরির আইনজীবী দল এই অব্যাহত হয়রানির নিন্দা জানিয়ে বলেছে, তার উচ্চ ধর্মীয় মর্যাদা থাকা সত্ত্বেও এই অন্যায় আচরণ চলমান। তারা ইসরায়েলি গণমাধ্যমে শেখ সাবরির বিরুদ্ধে উসকানিমূলক প্রচারণার বৃদ্ধি সম্পর্কেও সতর্ক করেছে।

 

আইনজীবী দলটি আরও জানিয়েছে, কিছু ইসরায়েলি সাংবাদিক ও রাজনৈতিক কর্মী প্রকাশ্যে শেখ সাবরিকে গ্রেফতার বা হত্যার আহ্বান জানিয়েছে, যা সব আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন।

 

তারা জোর দিয়ে বলেন, শেখ একরিমা সাবরি একজন বিশিষ্ট ইসলামী আলেম, যিনি অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে ধর্মীয় দায়িত্ব পালন করে আসছেন এবং শুধুমাত্র ধর্মীয় ভূমিকার কারণে তাঁকে হুমকির মুখে ফেলা অন্যায় ও অগ্রহণযোগ্য।4309323#

captcha