IQNA

নোয়াখালীর সেনবাগে দৃষ্টিনন্দন হক্কানি মসজিদ

14:33 - October 10, 2025
সংবাদ: 3478223
ইকনা- বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও ধনী জেলা নোয়াখালী। দেশ-বিদেশে এই এলাকার মানুষ যেমন দক্ষ, পরিশ্রমী ও সাহসী হিসেবে পরিচিত, তেমনি ধর্মের প্রতিও তাদের রয়েছে অকৃত্রিম ভালোবাসা। তাই নিজ জেলাসহ দেশের ঐতিহাসিক ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে অর্থায়নের ক্ষেত্রে এই জেলার মানুষকে অগ্রণী ভূমিকা পালন করতে দেখা যায়। তারই একটি ফসল নোয়াখালীর সেনবাগের দৃষ্টিনন্দন মসজিদ হক্কানি জামে মসজিদ।
নয়ন-জুড়ানো এই মসজিদ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের কাবিলপুর গ্রামের হাসেম সওদাগরের বাড়িতে অবস্থিত। অনেকের মতে, মসজিদটি চট্টগ্রাম বিভাগের ব্যয়বহুল ও সৌন্দর্যময় মসজিদগুলোর অন্যতম। স্থানীয় লোকজনের কাছে অপরূপ এই মসজিদ হাসেম সওদাগরের মসজিদ হিসেবে পরিচিত; যাকে সৌন্দর্য ও বিশালতার দিক থেকে বাংলাদেশের সেরা ও আকর্ষণীয় মসজিদগুলোর একটি বিবেচনা করা যায়।
 
মসজিদটি নির্মিত হয় আশির দশকে।
 
 
তবে সে সময় এটা এত বড় ও নান্দনিক ছিল না। প্রথম দিকে হাসেম সওদাগরের বাড়ি ও আশপাশের লোকজনের সহযোগিতায় খুব ছোট পরিসরেই মসজিদটি নির্মিত হয়। পরবর্তী সময়ে ২০০৭ সালে দেশের নামকরা শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের অর্থায়নে মসজিদটি পুনরায় নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়। ২০১০ সালে এর নির্মাণকাজ শেষ হয়।
 
মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছে উন্নতমানের পাথরসহ নানা নির্মাণসামগ্রী। দূর থেকে চোখ পড়লেই মসজিদটির পাশে এসে দেখার আগ্রহ জোগায় মানুষের মনে। মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৯ কোটি টাকা। তিনতলা মসজিদটিতে রয়েছে চারটি বড় মিনার। তিনটি ছোট-বড় গম্বুজ।
 
 
মসজিদের প্রতিটি অংশেই রয়েছে ইসলামী ভাবধারার শৈল্পিক ছোঁয়া। আরবি ও বাংলা ক্যালিগ্রাফির পাশাপাশি ইসলামিক প্যাটার্নের সমন্বয় মসজিদটিকে আরো বেশি আকর্ষণীয় করে তোলা হয়েছে। এ ছাড়া গ্রামীণ পরিবেশের সবুজ ও বিশাল পুকুর মসজিদের পরিবেশকে আরো শীতল ও আধ্যাত্মিক করে তোলে।
প্রতি শুক্রবার মনোমুগ্ধকর এই মসজিদে নামাজ আদায় করতে দূর-দূরান্ত থেকে মুসল্লিরা আসে। তাই এই দিনে এখানে গরিব, অসহায় ও দুস্থদের আপ্যায়নের ব্যবস্থা থাকে।
 
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মসজিদের ইমাম হাফেজ মো. শাহাদাৎ হোসেন জানান, মসজিদটি দেখতে দূর-দূরান্ত থেকে অনেক মানুষ আসে। বিশেষ করে ছুটির দিনগুলোতে মানুষের ভিড় বেশি হয়।
captcha