IQNA

গাজা ৬১ মিলিয়ন টন ধ্বংসস্তূপে চাপা পড়েছে : জাতিসংঘ

17:55 - October 26, 2025
সংবাদ: 3478323
ইকনা- জাতিসংঘের একটি সংস্থা জানিয়েছে, দুই বছরের যুদ্ধের পর অবরুদ্ধ গাজা উপত্যকা এখন ৬১ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে, যেখানে তিন-চতুর্থাংশ ভবন ধ্বংস হয়ে গেছে।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) পরিচালিত এক পরিসংখ্যানে বলা হয়েছে, গাজার মোট ধ্বংসস্তূপের প্রায় দুই-তৃতীয়াংশই যুদ্ধের প্রথম পাঁচ মাসে সৃষ্টি হয়েছিল। চলমান যুদ্ধবিরতির আগের কয়েক মাসে ভবন ধ্বংসের হার আরো বেড়ে যায়।
 
২০২৫ সালের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে শুধু দক্ষিণাঞ্চলের রাফাহ ও খান ইউনিস এলাকার মধ্যবর্তী অংশে প্রায় ৮ মিলিয়ন টন ধ্বংসাবশেষ তৈরি হয়েছে।
 
 
ইউএনইপির প্রাথমিক বিশ্লেষণে আরো উল্লেখ করা হয়েছে, প্রায় ২.৯ মিলিয়ন টন ধ্বংসাবশেষ ‘পরিচিত শিল্প এলাকাগুলোর বিপজ্জনক বর্জ্যে’ দূষিত হতে পারে।
 
জাতিসংঘের স্যাটেলাইট কেন্দ্রের বিশ্লেষণ অনুযায়ী, ইসরায়েলি বাহিনী গাজার প্রায় ১ লাখ ৯৩ হাজার ভবন ধ্বংস করেছে, যা ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর আগে বিদ্যমান মোট স্থাপনার প্রায় ৭৮ শতাংশ।
captcha