
ইকনা রিপোর্ট: মুসলিমুন হাওল আল-আলম ওয়েবসাইটের বরাতে জানা যায়, কসোভোর সুপ্রিম কোর্ট দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পক্ষে রায় দিয়েছে, যেখানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী রীতি অনুযায়ী মাথায় স্কার্ফ বা হিজাব পরিধান নিষিদ্ধ করা হয়েছে। আদালত রায়ে বলেছে, এই সিদ্ধান্ত বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এই সিদ্ধান্তের ফলে এ সংক্রান্ত সব আইনি বিতর্কের ইতি ঘটেছে।
এর আগে “আরতা” নামের একটি সংগঠন এ সিদ্ধান্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক আপত্তি জানিয়ে বলেছিল, এই নিষেধাজ্ঞা ধর্মীয় স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার সীমিত করে এবং কসোভোর সংবিধানে বর্ণিত ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা লঙ্ঘন করে।
তবে আদালত ওই সংগঠনের আপিল আবেদন খারিজ করে দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বৈধতা নিশ্চিত করেছে।
বিশ্লেষকদের ধারণা, এই রায়টি দেশটির একাডেমিক, ধর্মীয় ও সামাজিক পরিসরে ব্যাপক আলোচনার জন্ম দেবে—বিশেষত এমন একটি দেশে, যেখানে মোট জনসংখ্যার ৯৫ শতাংশেরও বেশি মুসলিম।
কসোভোর ইসলামিক কাউন্সিল পূর্বে শিক্ষা মন্ত্রণালয়কে হিজাব নিষিদ্ধের এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছিল, তবে তাদের সেই অনুরোধ এখনো গ্রহণ করা হয়নি। 4314334#