IQNA

হ্যামবুর্গে ইমাম সাজ্জাদ (আ.)এর শাহাদাত বার্ষিকী পালিত

12:58 - November 23, 2013
সংবাদ: 1321208
আন্তর্জাতিক বিভাগ: ইমাম সাজ্জাদ (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে হ্যামবুর্গ ইসলামিক সেন্টারের পক্ষ থেকে ১৬ই নভেম্বরে বিশেষ শোক মজলিস অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হ্যামবুর্গ ইসলামিক সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, উক্ত শোক মজলিস ইমাম সাজ্জাদ (আ.)এর শহীদ স্মরণে হুজ্জাতুল ইসলাম মানদেগারী’র উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।

শোক মজলিশ হ্যামবুর্গ ইসলামিক সেন্টারে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে।

1317516

captcha