‘IIUM’ ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত আন্তর্জাতিক সম্মেলন, ইসলামী আইনের সফলের লক্ষ্যে ইসলামী আর্থিক শিল্প এবং প্রয়োজনে সংশোধনের আলোকে ২০১৪ সালের ২৪শে সেপ্টেম্বর থেকে একাধারে ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
মালয়েশিয়ার হিউম্যানিটিজ কলেজ এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিকাহ বিভাগের কর্তৃপক্ষ উক্ত আন্তর্জাতিক বৈঠকের দায়ভার গ্রহণ করেছেন।
উক্ত সম্মেলন ইসলামী শিল্প শক্তিশালী করণ, ইসলামী আর্থিক প্রতিষ্ঠান শক্তিশালী করণ এবং ইসলামী লেনদেন বৃদ্ধি করণের আলোকে অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক বৈঠকে অংশগ্রহণ করার জন্য আগ্রহী ব্যক্তি মণ্ডলী ২০১৪ সালের ১৫ই জানুয়ারি পর্যন্ত ইংরেজি, আরবি, মালয় এবং ইন্দোনেশীয় ভাষায় লিখিত নিজেদের সংক্ষিপ্ত প্রবন্ধ সমূহ উক্ত সম্মেলনের সচিবালয়ে প্রেরণ করতে পারেন।
পঞ্চতম আন্তর্জাতিক সম্মেলন সম্পর্কে অধিক তথ্য জানার জন্য এখানে ক্লিক করুন।
1346322