IQNA

স্কুলের প্রধান শিক্ষক বহিষ্কার

8:56 - December 30, 2013
সংবাদ: 1348644
আন্তর্জাতিক বিভাগ: হিজাবি শিক্ষার্থীদের স্কুলে প্রবেশের অনুমতি না দেওয়ার দরুন কিরগিজস্তানের ‘ইসিককুল’ শহরের একটি স্কুলের প্রধান শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

‘Islam.ru’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কিরগিজস্তানের নৃশংসতায় বিষয় কোর্ট ঘোষণা দিয়েছে: এই স্কুলের প্রধান শিক্ষক একাধিক আইন লঙ্ঘন করেছে। যেমন স্কুলে হিজাব পরিধানের বিরোধিতা, ধর্মীয় স্বাধীনতা অমান্য কারা, স্কুলের নীতি লঙ্ঘন করা এবং শিক্ষার্থীদের মানসিক আঘাত দেওয়ার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।

কিরগিজস্তানের নৃশংসতায় বিষয় কোর্ট আরও জানিয়েছে, কিরগিজস্তানে বিভিন্ন অঞ্চলে অন্য ৯টি স্কুলে শিক্ষার্থীদের ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ রয়েছে এবং বর্তামানে এই ফাইল গুলোই পর্যবেক্ষণ করা হচ্ছে।

এশিয়ার কেন্দ্রীয় স্থানে কিরগিজ প্রজাতন্ত্র অবস্থিত এবং এদেশের অধিকাংশ অধিবাসী মুসলমান।

1348440

captcha