IQNA

গুয়ানতানামো কারাগার থেকে চীনের তিন মুসলিম বন্দি মুক্তি

23:51 - January 02, 2014
সংবাদ: 1349881
আন্তর্জাতিক বিভাগ: আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গুয়ানতানামো কারাগার থেকে চীনের তিন মুসলিম বন্দির মুক্তি হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইউসুফ আব্বাস, সেইদুল্লাহ খালেফ এবং হাজ্বী আকবার আব্দুল গাফেরকে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ গুয়ানতানামো জেল থেকে মুক্তি দান করা হয়েছে।

বন্দী হওয়ার পূর্বে চীনের এই তিন মুসলিম বন্দী রিপাবলিক স্লোভাকিয়ার নিকট আশ্রয়  চেয়েছিল।

উল্লেখ্য যে, আমেরিকা ২০০৮ সালের নির্বাচন প্রচারাভিযান থেকে বর্তমান পর্যন্ত বেশ কয়েকবার গুয়ানতানামো কারাগার বন্ধ করার কথা বলেছে। কিন্তু এখনও পর্যন্ত তাদের প্রতিশ্রুতি পূরণ করেনি।.

 

captcha