IQNA

মরক্কো’য় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা

0:00 - January 03, 2014
সংবাদ: 1349888
সাংস্কৃতিক : আন্তর্জাতিক বিভাগ: মরক্কোর বৃহত্তম শহর কাসাব্লংকা’য় ৩১শে ডিসেম্বরে ৯য় তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আন্তর্জাতিক প্রতিযোগিতায় ৩৭টি দেশ থেকে ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন।

উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান কাসাব্লংকা’য় ‘হাসান সানি’ নামক মসজিদের সঙ্গে সংযুক্ত কুরআনিক স্কুলে স্থানীয় সময় সকাল ১০:৩০শে শুরু হয়েছে।

‘মালেক মুহাম্মদ সিসাম আন্তর্জাতিক পুরস্কার’ শিরোনামে উক্ত প্রতিযোগিতা, মরক্কোর ইসলামী মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে। হেফজ, তেলাওয়াত এবং তাফসির বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, ১ম জানুয়ারিতে মরক্কোয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।.

1349404

 

captcha