আল-আলামের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মাজারটি ‘বালশুন’ গ্রামের ‘আয-যাভিয়া’ পাহাড়ে অবস্থিত।
‘ইরাক ও শাম ইসলামি সরকার’ খ্যাত সন্ত্রাসী দলের সদস্যরা ইতিপূর্বে ইদলিবের উপকণ্ঠে অবস্থিত ‘আতমাহ’ শহরে ১৫০ বছরের একটি প্রাচীন বৃক্ষকেও কেটে ফেলে।
এছাড়া সন্ত্রাসী এ দলটি, শেইখ হেলালের মাজার ধ্বংসের বাহানায় ‘শেইখ হেলাল’ গ্রামের জামে মসজিদটিও ভেঙ্গে দেয়।
শেইখ হেলাল জামে মসজিদটি ছিল এ গ্রামের একমাত্র মসজিদ এবং তাতেই জামাতের নামায অনুষ্ঠিত হত। মসজিদটি কুরআন শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা কেন্দ্র হিসেবেও ব্যবহার হত।
1349341