IQNA

ফ্রান্সে ইমাম রেজা (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক মজলিশ

11:02 - January 04, 2014
সংবাদ: 1350247
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সে ‘রিইউনিওন’ দ্বীপে অষ্টম ইমাম হযরত আলি ইবনে মুসা আল-রেজা (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোক মজলিস অনুষ্ঠিত হয়েছে।

shia974’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত শোক মজলিশ, ফ্রান্সে ‘রিইউনিওন’ দ্বীপের সেন ডেনিশ শহরে ২য় জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে।

ফ্রান্সে ‘রিইউনিওন’ দ্বীপের অধিকাংশ শিয়া অধিবাসীরা মাদাগাস্কার থেকে হিজরত করেছেন। ২য় জানুয়ারিতে সেন ডেনিশ শহরের মসজিদে অষ্টম ইমামের (আ.) পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে উক্ত শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে।

শোক মজলিশে ইমাম রেজা (আ.)এর জীবনীর আলোকে বক্তৃতা, দোয়া এবং মর্সিয়া পরিবেশন করা হয়েছে।

1349818

captcha