IQNA

হাজ্বীদের হাতের নাগালে থাকবে ১২টি ভাষায় অনূদিত কুরআন শরিফ

8:53 - January 05, 2014
সংবাদ: 1350624
আন্তর্জাতিক বিভাগ : মসজিদুল হারামের গ্রন্থ ও মুসহাফ বিষয়ক কার্যালয়ের প্রধান জানিয়েছেন, বাইতুল্লাহিল হারামের হাজ্বীদের হাতের

নাগালে থাকবে ১২টি ভাষায় অনূদিত কুরআন শরিফ।

দৈনিক আল-ওয়াতানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : মুহাম্মাদ রিয়াল আস-সিলানী জানিয়েছেন, উর্দু, ফরাসী, ইন্দোনেশীয়, তুর্কি, চাইনিজ, সুমালীয়, মালবারী, স্প্যানিশ, বসনিয়ান, আলবেনিয়ান ও হুসা ভাষায় অনূদিত কুরআন শরিফ হাজ্বীদের জন্য রাখা হয়েছে।
মসজিদুল হারামের গ্রন্থ ও মুসহাফ বিষয়ক কার্যালয়ের প্রধান মক্কায় আয়োজিত মসজিদুল হারামের নতুন ওয়েব সাইট উদ্বোধনী অনুষ্ঠানে বলেন : ব্রেইল ভাষায় লেখা কুরআন শরিফও এতে সংযোজিত হয়েছে।
1350149
captcha