কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে ইসলামী ঐক্যের আলোকে ২৭তম আন্তর্জাতিক সম্মেলন ‘পবিত্র কুরআন এবং কুরআনে মুসলিম উম্মাহর ঐক্যের ভূমিকা’ নামক শিরোনামে অনুষ্ঠিত হবে। উক্ত আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে মালয়েশিয়া, রাশিয়া, গ্রীস, ইরাক, লেবানন, সৌদি আরব, থাইল্যান্ড, আলজেরিয়া, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, উগান্ডা, তিউনিসিয়া, নেদারল্যান্ড, কাতার, ইয়েমেন, মিশর সহ অন্যান্য ইসলামী দেশে থেকে আগত ইসলামী চিন্তাবিদগণ উপস্থিত থাকবেন।
ইসলামী ঐক্যের আলোকে ২৭তম আন্তর্জাতিক সম্মেলনে ‘পবিত্র কুরআনে ঐক্যের প্রয়োজনীয়তা’, ‘পবিত্র কুরআনে ইসলামী ঐক্যের গুরুত্ব’ এবং পবিত্র কুরআনে মুসলিম সম্প্রদায়ের বর্তমান অবস্থার আলোকে প্রবন্ধ সমূহ উপস্থাপন করা হবে।
1350940