IQNA

১৭ই জানুয়ারি থেকে দুই দিন ব্যাপী;

ইরানে ৫০টি দেশের চিন্তাবিদদের উপস্থিতিতে ঐক্য সম্মেলন

9:46 - January 06, 2014
সংবাদ: 1351215
রাজনৈতিক বিভাগ: ইরানের রাজধানী তেহরানে ‘ইসলামী মাযহাব সমূহ নৈকট্য আনয়নকারী অন্তর্জাতিক প্রতিষ্ঠানের’ পক্ষ থেকে ১৭ থেকে ১৯শে জানুয়ারি পর্যন্ত ৫০টি দেশের চিন্তাবিদদের উপস্থিতিতে ইসলামী ঐক্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে ইসলামী ঐক্যের আলোকে ২৭তম আন্তর্জাতিক সম্মেলন ‘পবিত্র কুরআন এবং কুরআনে মুসলিম উম্মাহর ঐক্যের ভূমিকা’ নামক শিরোনামে অনুষ্ঠিত হবে। উক্ত আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে মালয়েশিয়া, রাশিয়া, গ্রীস, ইরাক, লেবানন, সৌদি আরব, থাইল্যান্ড, আলজেরিয়া, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, উগান্ডা, তিউনিসিয়া, নেদারল্যান্ড, কাতার, ইয়েমেন, মিশর সহ অন্যান্য ইসলামী দেশে থেকে আগত ইসলামী চিন্তাবিদগণ উপস্থিত থাকবেন।

ইসলামী ঐক্যের আলোকে ২৭তম আন্তর্জাতিক সম্মেলনে ‘পবিত্র কুরআনে ঐক্যের প্রয়োজনীয়তা’, ‘পবিত্র কুরআনে ইসলামী ঐক্যের গুরুত্ব’ এবং পবিত্র কুরআনে মুসলিম সম্প্রদায়ের বর্তমান অবস্থার আলোকে প্রবন্ধ সমূহ উপস্থাপন করা হবে।

1350940

captcha