
মরক্কোর অফিশিয়াল বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : ‘কুরআন; তারতিল, বক্তব্য ও মূল্যবোধ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন গত শনিবার (৪ জানুয়ারী) মরক্কোর ইউরোপীয় উলামা পরিষদের উদ্যোগে ব্রাসেলসে অনুষ্ঠিত হয়েছে।
মরক্কো, মিশর, ইরান, জার্মানী, ফ্রান্স ও বেলজিয়ামের বেশ কয়েকজন বিখ্যাত ক্বারীর উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং ধর্মীয় ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে অব্যাহত থাকে। পবিত্র কুরআন তেলাওয়াত ও হেফজের প্রতি ইউরোপের মুসলমানদের উত্সাহিত করা, পবিত্র কুরআনে মানবিক ও নৈতিক মূল্যবোধ –যা সম্পর্কে পবিত্র ইসলাম ধর্ম আহবান জানিয়েছে- অনুধাবনে পবিত্র কুরআনের অর্থের বিশ্লেষণ এবং বিভিন্ন পদ্ধতিতে ওহীর বাণী শোনার মাধ্যমে পবিত্র কুরআনের সৌন্দর্য্য অনুধাবন ইত্যাদি বিষয়ের পর্যালোচনার উদ্দেশ্যে এ সম্মেলনের আয়োজন।
পাশাপাশি ব্রাসেলসে অবস্থানরত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামি ও আরবি দেশের বিভিন্ন ক্বারীদের –ইউরোপের মুসলমানদের নিকট যারা ছিল অজ্ঞাত- পরিচয় তুলে ধরা এ সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।
1350834