
Bernama এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মালয়েশিয়ার পর্যটন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ‘উং হং পেং’ ঘোষণা করেছেন : পরিসংখ্যানের ভিত্তিতে মালয়েশিয়ায় ভ্রমণকারী পর্যটকদের মধ্যে শতকরা ২৩ ভাগ পর্যটক ছিলেন বিভিন্ন ইসলামি দেশ থেকে।
তিনি বলেন : মালয়েশিয়ার ইসলামি পর্যটন খাতে বিদ্যমান সম্ভাবনার প্রতি দৃষ্টি দিলে স্পষ্ট হয় যে, আমরা মালয়েশিয়ায় আগত মুসলিম পর্যটকদের সংখ্যা শতকরা ৩০ ভাগে উন্নীত করতে সক্ষম।
উং বলেন : ২০১২ সালে পর্যটন খাত থেকে আসা মোট অর্থের ১৩০ বিলিয়ন ডলার এসেছে ইসলামি পর্যটন খাত থেকে।
তিনি বলেন : আমরা মালয়েশিয়াকে একটি ইসলামি পর্যটন কেন্দ্রে পরিণত করে এ খাতে আয়ের পরিমাণ ব্যাপক হারে বৃদ্ধি করতে সক্ষম।
1351397