IQNA

কুয়েতের কুরআন প্রতিযোগিতায় সংযোজিত হল ‘কুরআন ও প্রযুক্তি’ বিভাগ

9:49 - January 07, 2014
সংবাদ: 1351723
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : এরপর হতে কুয়েতের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হেফজ, তেলাওয়াত... ইত্যাদির পাশে সংযুক্ত হচ্ছে ‘কুরআন ও প্রযুক্তি’ নামে আরো একটি নতুন বিভাগ।
KUNA এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : কুয়েতের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ খবর ঘোষণা করে জানিয়েছে, কুয়েতের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা প্রতি বছর কুয়েতের আমির ‘সাবাহ আহমাদ জাবের সাবাহ’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়। এরপর থেকে এ প্রতিযোগিতায় ‘কুরআন ও প্রযুক্তি’ নামে নতুন একটি বিভাগ সংযোজিত হচ্ছে।
কুয়েতের আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় ‘কুরআন ও প্রযুক্তি’ শীর্ষক বিভাগে অংশগ্রহণকারীরা পবিত্র কুরআনের বিষয়ে প্রযুক্তিগত বিভিন্ন প্রকল্প উপস্থাপন করতে পারবেন।
ব্যক্তি অথবা বিশ্বের যে কোন সংস্থা এরপর থেকে তাদের কুরআন বিষয়ক প্রজেক্ট উপস্থাপনের মাধ্যমে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
বলাবাহুল্য, কুয়েতের ৫ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা আগামী ২ মার্চ হতে ৯ মার্চ নাগাদ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কুয়েতের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে ঘোষণা করা হয়েছে, এ প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুকগণ আগামী ২৭শে ফেব্রুয়ারী পর্যন্ত নাম নিবন্ধনের সুযোগ পাবেন।

1351182

captcha