
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসলামি মাযহাবসমূহের একত্রী করণ বিষয়ক সংস্থার প্রধান আয়াতুল্লাহ মুহসেন আরাকির এ সংবাদ সম্মেলন গতকাল (৭ই জানুয়ারী) সকালে ২৭তম আন্তর্জাতিক ঐক্য সম্মেলনের কর্মসূচী ঘোষণার উদ্দেশ্যে সংস্থার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
আয়াতুল্লাহ আরাকি বলেন : ২৭তম আন্তর্জাতিক ঐক্য সম্মেলন আগামী ১৭, ১৮ ও ১৯শে জানুয়ারী তেহরানে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তিনি বলেন : বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় ব্যক্তিত্বদেরকে এ সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। যাতে তারা বিশ্বের মুসলমান ও ইসলামি দেশসমূহের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয়ের পর্যালোচনা করতে পারেন।
তিনি আরো বলেন : এ উদ্দেশ্যে ৫৮ দেশের ৩৮০ জন প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্বকে এবং ইরানের ১ সহস্রাধিক ব্যক্তিত্বকে এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি বলেন : অতিথিগণ আগামী ১৬ই জানুয়ারী তেহরানে প্রবেশ করে প্রথম কর্মসূচীর আওতায় তারা ইসলামি বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনী (রহ.) এর মাজার যেয়ারত করবেন।
উল্লেখ্য, আগামী ১৭ই জানুয়ারী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ইরানের প্রেসিডেন্ট।
1351897