IQNA

ইথোপিয়ায় পবিত্র ঈদে মীলাদুন্নাবী (স.) পালিত

20:26 - January 14, 2014
সংবাদ: 1359146
সাংস্কৃতিক বিভাগ : মহানবী (স.) এর পবিত্র জন্মবার্ষিকী ইথোপিয়ার মুসলিম নেতৃবৃন্দ এবং এদেশের মুসলমানদের ব্যাপক উপস্থিতিতে রাজধানীর ‘আনওয়ার’ জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইথোপিয়ার মুসলমানদের বিশেষ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আদিস আবাবা, কিয়ার ও উরুমিয়া প্রদেশের ঐ অধিদপ্তরের প্রধানগণ, রাজধানীতে অবস্থিত ‘আনওয়ার’ জামে মসজিদের পেশ ইমাম এবং ইসলামি ইরানের কালচারাল কাউন্সেলর উপস্থিত ছিলেন।

কিয়ার প্রদেশের স্পিকার অনুষ্ঠানের শুরুতে বক্তৃতায় মুসলমানদের প্রতি ঐক্য ও সংহতির আহবান জানান।

রাজধানীতে অবস্থিত অধিদপ্তরের প্রধান মুহাম্মাদ নুর আহমাদ এ সুসংবাদ দেন যে, আগামী ২০১৫ সাল নাগাদ ইথোপিয়ায় আরো ৭টি মসজিদ নির্মিত হবে। তিনি মুসলমানদেরকে ঐক্যের প্রতি আহবান জানিয়ে বলেন : মুসলমানদের ঐক্যের কেন্দ্রবিন্দু হচ্ছে মহানবী (স.)।

ইথোপিয়ার বিশিষ্ট আলেম ও মিশরে সুমালিয়ার সাবেক এ দূত উক্ত অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন : কিছু কিছু উগ্রতাবাদী এ অনুষ্ঠান পালনকে বিদআত জ্ঞান করলেও, তাদের আকিদার বিপরীতে মহানবী (স.) এর জন্মবার্ষিকী পালনে কোন সমস্যা নেই।#1358996

captcha