আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : পাক্ষিক ফজরের ১৭তম বর্ষের ৮ম সংখ্যা গতকাল বুধবার প্রকাশিত হয়েছে। ফজরের এবারের সংখ্যায় গুরুত্বপূর্ণ যে সকল লেখা স্থান পেয়েছে সেগুলোর মধ্যে রয়েছে, ‘সালাম জানাই হে রাসুল (সা.) তোমাকে (সম্পাদকীয়)’, ‘বর্তমান সময়ে ইসলামী ঐক্যের গুরুত্ব ও ঐক্যের নানা দিক (প্রধান শিরোনাম)’, ‘আল কুরআনে মুহাম্মাদ (স.)-এর গুণবাচক নাম’, ‘মৌরিতানিয়ায় বিশ্বনবী (স.)’র অবমাননা’, সেরা ৪ মুসলিম বিজ্ঞানীকে ‘মহানবী (স.)’ পুরস্কার দেবে ইরান, শাশ্বত কোরআনের কাহিনী ; আসহাবে কাহাফ, ইতিহাসের পাতা থেকে হযরত আলী (আ.)-এর বিচারকার্য, মহাকালের ত্রাণকর্তা এবং মুয়াবির সঙ্গে হাসান (আ.)’র যুদ্ধ-বিরতির রহস্য। এছাড়া ‘শিয়া বিরোধী তত্পরতার বাজেট তিউনিশিয়া, জর্ডান ও ইমেনের মোট বাজেটের সমপরিমাণ’ এবং ইমাম মাহদী (আ.)’র পিতার কয়েকটি আলৌকিক ঘটনা ইত্যাদি উল্লেখযোগ্য।