IQNA

হেরাতে ‘ইসলামি ভ্রাতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

8:34 - January 19, 2014
সংবাদ: 1360651
সাংস্কৃতিক বিভাগ : ‘ইসলামি ভ্রাতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা ধর্মীয় বিষয়ে পরস্পরকে নিকটবর্তী করণের উদ্দেশ্যে হেরাতে অবস্থিত ইসলামি ইরানের সাংস্কৃতিক কেন্দ্রে উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

 

 

বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ আলোচনা সভা মহানবী (স.) ও ইমাম সাদিক (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী এবং ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের কার্যক্রম আহমাদ মারজানী নেজাদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। ইরানি কালচারাল কাউন্সেলর পবিত্র এ দিবস উপলক্ষে অভিনন্দন ও মোবারকবাদ জানানোর পর এ আলোচনা সভা আয়োজনের উদ্দেশ্যের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ইসলামি প্রজাতন্ত্র আফগানিস্তানে গত সোমবার (১৩ই জানুয়ারী) মহানবী (স.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে সরকারী ছুটি ছিল।#1360122

captcha