‘NewYork Times’ সংবাদপত্রের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘এডমন্ড ডি ইউঙ্কের’ নিজ প্রচেষ্টায় ব্রিটেন থেকে বিভিন্ন দুর্লভ চিত্র সংগ্রহ করেছেন এবং ‘খেইর’ নামক এই ইসলামিক শিল্প প্রদর্শনীতে উক্ত দুর্লভ চিত্রগুলো প্রদর্শিত হয়েছে। উক্ত প্রদর্শনী ২০১৩ সালের মে মাস শুর হয়েছে এবং দীর্ঘ ১৫ বছর পর্যন্ত অব্যাহত থাকবে।
পূর্বে প্রদর্শনীর জন্য এরকম দীর্ঘ মেয়াদি চুক্তি হয়নি। এর আগে ডালাস মিউজিয়ামে অল্প কয়েকটি ইসলামিক শিল্প ছিল এবং ইসলামিক শিল্প প্রদর্শনের জন্য আমেরিকায় মধ্যে তৃতীয় স্থানে রয়েছে উক্ত মিউজিয়ামটি। ইসলামিক শিল্প প্রদর্শনের ক্ষেত্রে আমেরিকার মেট্রোপলিটন মিউজিয়াম এবং ওয়াশিংটনের ফারির গ্যালারী পর্যায়ক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে।
‘খেইর’ নামক গ্যালারিটি প্রথম বারের মত ব্রিটেন বাহিরে রক্ষণাবেক্ষণ করা হয়েছে এবং বিভিন্ন শতাব্দীর দুই হাজার মূল্যবান শিল্প উক্ত প্রদর্শনীতে প্রদর্শিত করা হয়েছে।
উল্লেখ্য, মুসলিম জনসংখ্যার দিক হতে আমেরিকার মধ্যে টেক্সাস স্টেট পঞ্চমতম স্থানে রয়েছে।
1373615