কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: প্রকৌশল বিভাগের প্রধান ‘আলাই দুস’ জানিয়েছেন, ইমাম আলি (আ.)-এর পবিত্র হারামের প্রধান পরিচালক, আবি তালিব নামক প্রাঙ্গণে পাঁচটি প্রবেশদ্বার বৃদ্ধির সম্মত দান করেছেন।
তিনি আরও বলেন, ইমাম আলি (আ.)-এর মাযারের উত্তর দিকে অবস্থিত আবি তালিব প্রাঙ্গণে যে পাঁচটি প্রবেশদ্বার বৃদ্ধি করা হবে তার দৈর্ঘ্য হবে ৩.৪০ মিটার।
প্রতিবেদন অনুযায়ী, ইমাম আলি (আ.)-এর পবিত্র হারামের প্রধান পরিচালক, যিয়ারতকারীদের সুবিধার্থে আবি তালিব নামক প্রাঙ্গণের সম্মুখে হযরত ফাতিমা (সা. আ.), হযরত যায়নাব (সা. আ.) এবং হযরত ফাতিমা বিনতে আসাদ (সা. আ.) নামক তিনটি নতুন প্রাঙ্গণ নির্মাণের সম্মতি দান করেছেন।
1376593